রসিক টিসিবি ডিলার্স এসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ॥
রংপুর সিটি টিসিবি ডিলার্স এসোসিয়েশনের কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর আদর্শ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটির প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্ত।
রংপুর সিটির টিসিবির সিনিয়র ডিলার মোঃ সিদ্দিকুর রহমান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, ডিলার লোকমান হোসেন, মো: সাইফুল ইসলাম, শাহনেওয়াজ মিঠু,জাহাঙ্গীর আলম, মোঃ রাহাত হোসেন ও আব্দুর রাজ্জাকসহ অন্যান্য ডিলারবৃন্দ।
আলোচনা সভায় প্রত্যেক ডিলার তাদের সমস্যার কথা তুলে ধরে বলেন, অনেকেই মনে করেন টিসিবি ডিলারশীপে হাজার হাজার টাকা লাভ হয়, কিন্তু প্রকৃত পক্ষে এক মাস পর একবার চাল, ডাল ও তৈল বিতরণ করে তেমন একটা লাভ হয়না বরং নানাভাবে হয়রানীর শিকার হতে হয়। জেলা প্রশাসক কার্যালয়ে ডিও নিতে গেলে হয়রানী, ওসিএলএসডিতে মাল তুলতে গেলে বকশিষ ছাড়া মালামাল উঠানো অসম্ভব। এছাড়াও রয়েছে নানাধরণের চাঁদাবাজি। এসব উত্তরণে ডিলাদের পক্ষ থেকে এসাসিয়েশন গঠন জরুরি হয়ে পড়েছে। দেড় শতাধিক ডিলারের উপস্থিতিতে অলোচনা সাপেক্ষে সর্বসম্মতিতে সিনিয়র ডিলার মোঃ সিদ্দিকুর রহমান বাবুকে সভাপতি, মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শাহনেওয়াজ মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের
রংপুর সিটি টিসিবি ডিলার্স এসোসিয়েশনের কমিটি গঠনে ঘোষনা দেয়া হয়। এই কমিটি অল্প সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে সাধারণ সভার আয়োজন করবে।