ফিরেদেখা’র ৩৪৩ তম মননপাঠের আসর অনুষ্ঠিত
ফিরেদেখা’র ৩৪৩ তম মননপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আসরে বাংলা ঋতুবৈচিত্র্য ও কবিতার আদিখ্যেতা বিষয়ে মুক্ত আলোচনা হয়।
আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দাসের হেমন্তের কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচকরা বলেন হেমন্ত বাংলার গুরুত্বপূর্ণ ঋতু। এই ঋতুতেই বাঙালির ঘরে সারাবছরের ফসল আসে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর আইডিয়া পাঠাগারে অনুষ্ঠিত সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা’র মননপাঠের আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কবি কালী রঞ্জন বর্মন, সুশান্ত খাঁ, বিমলেন্দু রায়, সেবু মোস্তাফিজ।কবিতা পাঠ করেন-
শিপুন আখতার, লাবনী ইয়াসমিন লুনি, নীল রতন সরকার, মোজাম্মেল হক, মোস্তাফিজুর রহমান রমজান, মুনতাহা মারসি, আমজাদ হোসেন, আল আমিন ইসলাম, তনু আক্তার, শফিকুল ইসলাম আবির।সভাপতিত্ব করেন তাপস মাহমুদ। সঞ্চালনা করেন সাকিল মাসুদ।