1. [email protected] : Live Rangpur :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ Time View
রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের অভিযান

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।মেসার্স মারুফ আইস ললি, মুলাটোল, মহানগর, রংপুর- প্রতিষ্ঠানটির আইসললি উৎপাদনের জন্য কারখানার প্রয়োজনীয় মান উন্নয়ন এর পরামর্শ প্রদান করা হয় এবং সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্র‍য় বিতরণ করতে নিষেধ করা হয়। মেসার্স মিনা কসমেটিকস, রোড নং- ২, বাসা নং-২৪, গোমস্তাপাড়া, রংপুর- প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত স্কীন ফেয়ারনেস ক্রীম, স্পট আউট ক্রীম, ব্রণ আউট ক্রীম, ফেসওয়াস, হেয়ার অয়েল, হ্যান্ডওয়াস প্রস্তুত করছে। প্রতিষ্ঠানটির অভ্যান্তরে ইন্ডিয়ান মলম ঈষড়নবঃধসরষ এ -৩০ মস এবং এরিস্টোফার্মা, লিমিটেড এর “ক্লিনেক্স প্লাস জেল” উৎপাদনের সকল আলামত পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনে প্রাপ্ত অভিযোগ মেসার্স হামিদ অয়েল মিল, অন্তত বাজার, পাবনার চাকা মার্কা সরিষার তেল সুলতান এর মোড়, বদরগঞ্জ রোড, রংপুর এ আলিজা এন্টারপ্রাইজ উৎপাদন করছে মর্মে অভিযোগের অনুসন্ধানে কোন প্রতিষ্ঠান পাওয়া যায়নি। কিন্তু ফৌজিয়া ট্রেডার্স, সুলতান এর মোড়, বদরগঞ্জ রোড, রংপুর প্রতিষ্ঠানটি স্মার্ট বায়ো ইনসেপশন, আনোয়ারা সওদাগর রোড, চরলক্ষ্যা, ওয়ার্ড-৫, কর্ণফুলী, চট্টগ্রাম এর ডিপো হিসেবে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত উৎপাদিত স্পঞ্জ কেক ড্রাই কেক, সফট ড্রিংকস পাউডার সংরক্ষণ ও বিতরণ করতে পাওয়া যায়। প্রতিষ্ঠান এর সংরক্ষিত পণ্যের কাগজপত্র আগামী রবিবার বিএসটিআই, রংপুর এ দেখাতে বলা হয়েছে।উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে মোঃ জাহিদুর রহমান, সহাকারী পরিচালক (সিএম), মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]