রংপুর মিঠাপুকুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট
বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং উপজেলা প্রশাসন, মিঠাপুকুর এর যৌথ উদ্যোগে রংপুর, মিঠাপুকুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে হোয়াইট ব্রেড পণ্যের সিএম লাইসেন্স না থাকায় মেসার্স তৃপ্তি ব্রেড এন্ড কনফেকশনারি, শঠিবাড়ী (হামিদের মোড়), মিঠাপুকুর, রংপুর ও মেসার্স ওয়াফি ডেইরী এন্ড সুইটস, মিঠাপুকুর বাজার, মিঠাপুকুর, রংপুরকে দই পণ্যের মোড়কজাত সনদ না থাকায় যথাক্রমে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৪০,০০০/- ও ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ২০০০/- জরিমানা করা হয় একইসাথে মিঠাপুকুর কাচাবাজারের মুদি ও সবজি ব্যবসায়ীদের দোকানে ব্যবহৃত ওজন ও ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। অভিযানটি পরিচালনা করেন জনাব মুলতামিস বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিঠাপুকুর, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)। সাথে আরো উপস্থিত ছিলেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।