1. princerangpur@gmail.com : Rangpur24 :
বেরোবিতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা পেলো শতাধিক শিক্ষার্থী - Rangpur24.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

বেরোবিতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা পেলো শতাধিক শিক্ষার্থী

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮ Time View
বেরোবিতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা পেলো শতাধিক শিক্ষার্থী
বেরোবিতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা পেলো শতাধিক শিক্ষার্থী
বেরোবিতে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা পেলো শতাধিক শিক্ষার্থী
২২ অক্টোবর ২০২৪, রংপুর: আজ বিকাল ৩টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে তরুণদের সচেতন করতে এক সচেনতামূলক ক্যম্পেইন এর আয়োজন করা হয়।
তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ে ধারণা প্রদান, কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় তা হাতে কলমে শেখানো, কেউ তাৎক্ষনিক সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে তার পূরণে সহযোগিতা করা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও আবেদন পত্র বিতরণ করা হয়। তথ্য অধিকার আইন বিষয়ক এ ক্যাম্পেইনে তরুণ শিক্ষার্থীরা অধিকাংশই এ আইন সম্পর্কে প্রথমবারের মত ধারণা পেয়েছেন। এছাড়াও অনেকে এ আইনের নাম শুনলেও কিভাবে এর প্রয়োগ করা যায় এবং কিভাবে এ সুফল পাওয়া সম্ভব সে বিষয়ে সরাসরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পান। উপস্থিত তরুণ শিক্ষার্থীরা এ ধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তারা এ বিষয়ে জানতে পেরে উপকৃত হয়েছেন বলে জানান এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরণের উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত তথ্য অধিকার ক্যাম্পেইন কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করেন সনাক, রংপুরের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ সদস্যগণ। উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে থাকে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম এবং সনাক সদস্য সামসাদ বেগমসহ ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও ইন্টার্নবৃন্দ।  কর্মসূচির সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আলমগীর কবির।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com