পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমকে থাপ্পড় দেন জাকির হোসেন রাজু নামের এক রোগী। ঘুমের ওষুধ না দেওয়ায় বুধবার দুপুরে ওই রোগী এই কাণ্ড করে বসেন বলে দাবি করেন ভুক্তভোগী চিকিৎসক।
এই ঘটনাকে কেন্দ্র করে জেলার চিকিৎসক ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার ডাকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।