রংপুর ও লালমনিরহাটে বিএসটিআই এর অভিযান আলামত জব্দ
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে উপপরিচালক (পদার্থ) ও অফিসপ্রধান প্রকৌ মুবিন উল ইসলাম এর নেতৃত্বে রংপুর ও লালমনিরহাটের জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয়:
১. আদ-দ্বীন মাদার কেয়ার লিমিটেড, খলেয়া, সদর, রংপুর – স্যানিটারি ন্যাপকিন পণ্যের সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ।
২. মেসার্স বিসমিল্লাহ বেকারী, ফকিরপাড়া, বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট- ব্রেড, বিস্কুটের সিএম লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার জন্য ৭ দিন সময় প্রদান করা হয় অন্যথায় নিয়মিত মামলা প্রদান করা হবে।
৩. মেসার্স নূরানী বেকারী, কলেজ মোড়, পাটগ্রাম, লালমনিরহাট – প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট,কেক, চানাচুর ও লাচ্ছা সেমাই পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অন্যান্য প্রতিষ্ঠিত ব্রান্ডের মোড়ক ব্যবহার করে উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় বিতরণ করায় প্রতিষ্ঠান এর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়েছে।
৪. মেসার্স তাওয়াক্কুল ট্রেডার্স, কলেজ মোড়, পাটগ্রাম, লালমনিরহাট – মুড়ি পণ্যের সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়
৫. মেসার্স মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, দহগ্রাম রোড, পাটগ্রাম, লালমনিরহাট – কেক পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়
৬. মেসার্স গফুর বেকারী, বস্তার বাজার, পাটগ্রাম, লালমনিরহাট – ব্রেড ও কেক পণ্যের সিএম লাইসেন্সের বিল পরিশোধের তাগাদা এবং বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়
৭. মেসার্স মা বেকারী, বাউড়া বাজার, পাটগ্রাম, লালমনিরহাট – ব্রেড ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার জন্য ৭ দিন সময় প্রদান করা হয় অন্যথায় নিয়মিত মামলা প্রদান করা হবে।
বিএসটিআই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ প্রতিষ্ঠান সমূহকে লাইসেন্স নবায়নের তাগাদা দেয়া হয়। অভিযানে আরও অংশগ্রহণ করেন প্রকৌ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌ মো: তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।