রংপুরে তিন দিনব্যাপী স্কাউটসের ষষ্ঠক নেতা ও উপদল নেতা কোর্স
কাব ও স্কাউট সদস্যদের নেতৃত্বদানে দক্ষ করে তুলতে ও স্কাউটিংয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার আয়োজনে ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত রংপুর মহানগরীর শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী ষষ্ঠক নেতা ও উপদল নেতা কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী কাব স্কাউটের ষষ্ঠক নেতা কোর্সে রংপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ও মুক্ত কাব স্কাউট গ্রুপের প্রায় ৪০জন কাব স্কাউট ও গার্লইন কাব স্কাউট সদস্য স্বতঃস্ফূর্তভাবে সফলতার সাথে অংশগ্রহণ করেন। ষষ্ঠক নেতা কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা স্কাউটসের জেলা কাব লিডার শামীম আরা সীম-এলটি এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আলেয়া খাতুন-এলটি, নাহিদ আখতার পারভীন-উডব্যাজার, হীরা রায়-উডব্যাজার, মোছাঃ মাছরুরা খাতুন, মোছাঃ রোবেদা খাতুন, মোঃ রেজাউল হক।
অপরদিকে তিনব্যাপী স্কাউটসের উপদলনেতা কোর্সে রংপুর জেলার বিভিন্ন বিদ্যালয় ও মুক্ত স্কাউট গ্রুপের ৪০জন স্কাউট ও গার্লইন স্কাউট সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপদল নেতা কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা স্কাউটসের জেলা স্কাউট লিডার মোঃ রফিকুল হক বাবু-সিএএলটি, জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুর রহিম-সিএএলটি, মোঃ মোশফিকুর রহমান-উডব্যাজার, মোঃ মাহামুদ ইসলাম-উডব্যাজার,মোছা: নিশাত সুলতানা ও মোঃ শাহাজুল ইসলাম।
তিন দিনব্যাপী কোর্সের কোর্স ভেন্যু অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যদের পদচারনায় মুখরিত ছিলো। কোর্স সূচির অংশ হিসেবে প্রতিদিন ঘুম থেকে জাগরণ, বিপি পিটি, পরিদর্শন, পতাকা উত্তোলন, স্কাউট ওন, মহা তাঁবু জলশা, হাইকিং ও কাব অভিযান, পাওনিওয়ারিং, প্রাথমিক প্রতিবিধান সহ স্কাউটিং বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। কোর্স দুটির পরিদর্শক ও অতিথি প্রশিক্ষণক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সিদ্দিকুর রহমান-এলটি, স্কাউটার মো: মাহবুবুল আলম প্রামাণিক -এলটি ও স্কাউটার খন্দকার মতিয়ার রহমান-এএলটি।
১৫ অক্টোবর সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ষষ্ঠক নেতা ও উপদল নেতা কোর্স দুটির উদ্বোধন হয় এবং ১৭ অক্টোবর বিকেলে অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ ও পতাকা নামানোর মধ্য দিয়ে কোর্স দুটির শুভ সমাপ্তি ঘটে।