1. princerangpur@gmail.com : Rangpur24 :
রংপুরে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত - Rangpur24.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

রংপুরে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১০ Time View
রংপুরে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত
রংপুরে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত

রংপুরে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত

বিএসএ সিসিপিপি রংপুর শাখা আয়োজনে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস উৎযাপন

রংপুরে বৈজ্ঞানিক সেমিনার, বর্ণাঢ্য র‍্যালি ও কেক কেটে ১৭৮ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস উৎযাপিত হয়েছে। ১৬ই অক্টোবর বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজে বাংলাদেশ সোসাইটি অফ আনেসথেশিওলজি, ক্রিটিকাল কেয়ার ও পেইন ফিজিশিয়ান (বিএসএ সিসিপিপি ), রংপুর শাখা এই বর্ণাঢ্য আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সারোয়ার জাহান।  অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসএ সিসিপিপি, রংপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ এ বি এম মারুফ হাসান।

আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব, রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল,  সার্জারি বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ জাবেদ আখতার, ইউরোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম শুগম সহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোঃ সাইদুর রহমান, ডাক্তার শামসুজ্জামান সরকার, ডাঃ মতিউর রহমান, ডাঃ আব্দুস সালাম খান সহ রংপুরের সিনিয়র অ্যানেস্থিসিওলজিস্ট বৃন্দ।

১৭৮ তম এনিসথেসিয়া দিবস উপলক্ষে সার্জন ও এনিসথেসিস্ট বৃন্দ একত্রে রোগীর মানসম্মত অপারেশন সেবার ব্যাপারে অঙ্গীকার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com