1. [email protected] : Live Rangpur :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

গাইবান্ধা-৫ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

গাইবান্ধা-৫ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পাওয়ায় গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা)

আসনের উপনির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের নির্বাচন

কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- বিকল্পধারা বাংলাদেশ মনোনীত কুলা প্রতীকের মো.

জাহাঙ্গীর আলম, স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) ও স্বতন্ত্রপ্রার্থী নাহিদুজ্জামান নিশাত

(আপেল)। গত ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) বগুড়া প্রেস ক্লাবে

সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে ৭৮ হাজার

২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী

অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৯৫০ ভোট। বিকল্পধারার

মো. জাহাঙ্গীর আলম কুলা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো.

মাহবুবুর রহমান ট্রাক প্রতীকে ২ হাজার ৯৫০ ভোট ও নাহিদুজ্জামান নিশাত আপেল প্রতীক ১ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)

বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে সাঘাটা ও ফুলছড়ি

উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রের ৯৫২টি বুথে ১ লাখ ২৯ হাজার ৬১২

জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আসনে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন

ভোটার রয়েছেন। এরমধ্যে সাঘাটা উপজেলায় ২ লাখ ২৫ হাজার ৭০ জন এবং ফুলছড়ি

উপজেলার ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন ভোটার।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে

রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য

ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনে গত ১২ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে

প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র,

ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়

কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ

স্থগিত করে ইসি।অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটি গঠন করা হয়।

তদন্ত শেষে ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]