1. [email protected] : Live Rangpur :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে কর্মীদের মাঝে ব্যাপক চ্যাঞ্চল্যতা

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৯৯ Time View
গোবিন্দগঞ্জে কর্মীদের মাঝে ব্যাপক চ্যাঞ্চল্যতা
গোবিন্দগঞ্জে কর্মীদের মাঝে ব্যাপক চ্যাঞ্চল্যতা

আগামী ১৮ জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এই দলটির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক চ্যাঞ্চল্যতা দেখা দিয়েছে। এবারের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দলটির তুমুল জনপ্রিয় নেতা আব্দুল লতিফ প্রধান।

তিনি একাধারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় দলের তৃণমূল নেতা-কর্মীরা অত্যন্ত উচ্ছসিত। তিনি দলের কর্মীদের কাছে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে তুমুল জনপ্রিয়।

ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত। অতীতে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন লড়াই সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন সংগঠনকে সু-সংগঠিত করেছেন। এখনও সেই ধারা অব্যহত রেখে চলেছেন তিনি।

১৯৮৭ সালে গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। মিছিল- মিটিং এ সব সময় থাকতেন অগ্রগামী। ১৯৯১ সালে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজে অধ্যায়নরত অবস্থায় ছাত্রলীগের নেতৃত্বে আসেন। ১৯৯২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ছাত্রলীগের দুঃসময়ে সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে ১৯৯৪ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দক্ষতা ও নিষ্ঠার  সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে  গোিিবন্দগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন এবং ২০১৬ পর্যন্ত এ দায়িত্ব পালণ করেন।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপির সরকারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়ে কারাবরণ করেন ও তৎকালীন চারদলীয় ঐক্য জোটের শাসন আমলে রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন সময়ে ১৮টি মামলার আসামী হয়ে দীর্ঘ দিন কারাভোগ করেছেন।

আব্দুল লতিফ প্রধান ছাত্রনেতা থাকা অবস্থায় (২০০৩ সালে) মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে তৎকালীন রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকান্ডে অত্যন্ত সন্তুষ্ট হয়ে ইউনিয়নবাসী তাকে পরপর ৩ বার চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করেন। ২০১১ সালে বাংলাদেশ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ২০১৬ সালে বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়ন করতে সব সময় জনগনের কল্যাণে সর্বদা ছুটে চলেন জনগণের মাঝে। তাঁর কাছে সাহায্য চেয়ে পাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অন্তরে ধারণ করে রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে আগামী উপজেলা সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আব্দুল লতিফ প্রধান।

ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গোবিন্দগঞ্জ উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের দাবী একটাই- আবুল লতিফ প্রধানকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলে রংপুর বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের অবস্থান আরও শক্তিশালী হবে এবং সেই সাথে পূরণ হবে অগনিত নেতা-কর্মীর প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]