ফুলবাড়ী উপজেলা কাল্ব এর ১৬তম বার্ষিকী সাধারণ সভা
ফুলবাড়ী (দিনাজপুর)
ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৬তম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৪ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি,এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়মে ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি ও দক্ষিন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদ,কাল্ব লিমিটেড এর চেয়ারম্যান খন্দকার আবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক অঞ্চল কালব লিমিটেড এর ডিরেক্টর মো. জিল্লুর রহমান ও উপজেলা সমবায় অফিসার মাজাহারুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি,এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।