রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক কর্মশালা
রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় এ সময় সভাপতিত্ব করেন মোহাম্মদ রবিউল ফয়সাল জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, মহাপরিচালক গ্রেড-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) রংপুর মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম স্নেহা মাদক নিরাময় কেন্দ্রের মনোয়ারুল কাদির মাসুম বৈষম্য বিরোধী আন্দোলনের ইমরান, ফয়সাল, ও আয়ান, প্রমুখ।