রংপুরে তিল তর্পণ ও পিতা-মাতার চরণ পূজা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার ॥
কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমবস্যার একটি নির্দিষ্ট ক্ষণে সনাতন ধর্মে মহালয়ায় রংপুরে অনুষ্ঠিত হয়েছে দেবতা জ্ঞানে পিতা ও মাতার চরণ পূজা। শুভ মহালায়া উপলক্ষে স্বগীয় পিতা-মাতার উদ্দেশ্যে তিল তর্পণ ও জীবিত পিতা মাতার শ্রী চরণ পূজায় নগরীর বিভিন্ন স্থান অভিভাবকগণ তাদের নিজ নিজ সন্তানদের নিয়ে সমবেতন হন রংপুর দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশানে। এ সময় তারা স্বগীয় পিতা-মাতার তিল তর্পণ এবং জীবিত পিতা-মাতার পায়ে হাত দিয়ে চরণ পূজা করেন।
রংপুর দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত পিতা ও মাতার চরণ পূজায় সভাপতিত্ব করেন রংপুর দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য। তিল তর্পণ এর উদ্বোধন করেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী বিকাশ দাস, সহ-সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা, উপদেষ্ঠা জিতু দাস, সদস্য রতনা ঘোষ, বিশ্বজিৎ বণিক দত্ত, দুলাল শর্মা, নয়ন দাস, প্রদীপ রায়, মানিক রায়, মহাদেব ঘোষ, ধর্মেন্দ্র ঘোষ, অমল সরকার, মনি মহন্ত, আশিষ ঘোষ, অপনদেসহ রংপুর দখিগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি এবং বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।