1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

৫ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View
 ৫ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

দীর্ঘ পাঁচ মাস থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে রওশন এরশাদকে বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এসময় তার সঙ্গে ছিলেন কাজী মামুনূর রশীদ, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ।এদিকে দলীয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে জাতীয় পার্টির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ভিড় জমিয়েছেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেটে রওশন এরশাদের বক্তব্য রাখার কথা রয়েছে।জানা গেছে, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে দলের অবস্থান ও লাঙলের প্রার্থী ঘোষণা করবেন রওশন এরশাদ।রওশন এরশাদ ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন তিনি।জাতীয় পার্টির (জাপা) রাজনীতিতে নেতৃত্ব নিয়ে বর্তমানে টালমাটাল অবস্থা বিরাজ করছে। কে হবেন সংসদের বিরোধী দলীয় নেতা। জিএম কাদের নাকি স্বয়ং দলের প্রতিষ্ঠাতার স্ত্রী রওশন এরশাদ। দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় রওশন এরশাদ জাতীয় সংসদের আসন হারাতে পারেন- এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে রাজনৈতিক পাড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]