বিরোধী ছাত্র আন্দোলন রংপুর সাম্প্রতিক সময়ে ভারতে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটুক্তি করেন মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ। সেই কটুক্তিকে সমর্থন করেন বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ, সাজ্জাদ হোসেন,মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ হাসান খন্দকার, মো: হামিম মুনতাসির অহন, ইমতিয়াজ ইমতি, আলী হোসাইন সাইফ,রিফাত হাসান প্রমুখ। বক্তারা বলেন, যেকোনো ধর্মের মনিষীদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ।
ইসলাম ধর্মকেও ছোট করা হয়েছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়। বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ তার দেশের এক পুরোহিতের করা অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য সমর্থন করেছেন। মুসলমানের কাছে প্রিয়নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ থেকে সরকারিভাবে নিন্দা জানানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার যেন তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়।