কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খান এর যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান গত তিন বছর ধরে কাহারোল উপজেলায় ন্যায় ও সততার সাথে কাজ করে পদোন্নতি পেয়ে শেরপুর জেলায় এডিসি হিসাবে যোগদান করেন এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন মোঃ নাইম হাসান খান। ২৪ নভেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার তিনি যোগদান করেন। তিনি নওগাঁ জেলার কৃতিসন্তান মোঃ নাইম হাসান খান,জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে পড়াশুনা করেন। ৩৪ তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ইতিপূর্বে বিসিএস প্রশাসন একাডেমি,শাহবাগ,ঢাকায় সহকারী পরিচলক(সিনিয়র সহকারী সচিব) হিসাবে দায়িত্ব পালন করেন। গতকাল ২৪ নভেম্বর ২০২২ইং বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের পদোন্নতিজনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খান এর বরণ অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার। আরোও বক্তব্য রাখেন,নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক,প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সাদরাতুন মুসতাহিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাহারোল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।