1. [email protected] : Live Rangpur :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

রংপুরে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View
রংপুরে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥রংপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কাজ বাস্তবায়নের জন্য ইয়্যুথ-এ্যাডাল্ট পার্টনারশীপ গড়ে তোলার লক্ষ্যে ইয়্যুথ এ্যাডভোকেট এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দর্শনাস্থ ব্র্যাক এরিয়া অফিসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো:ফজলুল হক। সভার উদ্দেশ্য এবং প্রকল্প বিষয়ে উপস্থাপনা করেন ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মো: সোলায়মান মিয়া। এরপর শাহানা কার্টুন দেখানো ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা: বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা বিষয়ে আলোচনা করেন অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। এছাড়াও বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আব্দুল গাফ্ফার, লাইট হাউসের ম্যানেজার মো: শাহাবুল ইসলাম, স্বাস্থ্য কর্মকতা মোছা: মৌসুমি আক্তার, ট্রান্সজে-ার শাহাজাদা সানি প্রমুখ। আলোচনা সভায়, অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয় ও হাইজেনিক টয়লেট ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয় বিষয়ে গ্রুপ ওয়াার্ক করানো হয়। সভায় এফ ডব্লিউভি, আইনজীবি, শিক্ষক, ইমাম, পুরুহিত, এসএমসি সদস্য, ব্র্যাক প্রতিনিধি ও ইয়্যূথবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংলাপের উপস্থাপক ব্র্যাক জেলা সমন্বয় কারী মো: ফজলুল হকের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]