পঞ্চগড়ে কুকুরের কামড়ে আহত ১৩

পঞ্চগড়ে কুকুরের কামড়ে আহত ১৩

পঞ্চগড়ে কুকুরের কামড়ে আহত ১৩
পঞ্চগড়ে কুকুরের কামড়ে আহত ১৩

পঞ্চগড় জেলা শহরে কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে জেলা শহরের পৃথক পৃথক স্থানে কুকুর কামড়ের এ ঘটনাগুলো ঘটে।

জখম সবাই সদর হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিয়েছেন। সরেজমিন দেখা গেছে, বেশিরভাগ মানুষের পায়ে কামড়েছে কুকুর। আহত ১৩ জনের মধ্যে একজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন।

ভুক্তভোগীদের বর্ণনা মতে কয়েকটি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এরমধ্যে একটি পাগলা কুকুর হঠাৎ মানুষের ওপর চড়াও হয়।

এ বিষয়ে পঞ্চগড় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ভুক্তভোগীদের বর্ণনা মতে কয়েকটি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে এভাবেই তাণ্ডব চালাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন পাগলা কুকুরের কামড় খেয়েছেন বলে জানা গেছে।

কুকুরগুলো শনাক্ত করে ব্যবস্থা না নেয়া হলে আরও অনেকেই কুকুরের কামড়ের শিকার হতে পারেন বলেও জানান তিনি। কুকুরটিকে ধরতে পৌরসভার পক্ষ থেকে কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় খোঁজ করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY NewsSKy