রংপুর মহানগর যুবেদলের সাবেক সহ-সভাপতি রাজিব চৌধুরীকে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , রাজিব চৌধুরীকে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। জিয়া মঞ্চের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহ ইকবাল প্রত্যাশা করেন যে নতুন দায়িত্ব প্রাপ্তগণ তাদের কার্যক্রম সততা ও নিষ্ঠারসাথে পালন করবেন।