রংপুরে জাতীয় পার্টির ১৫ দিনের আল্টিমেটাম
স্টাফ রিপোটার \
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোছাঃ শেরিফা কাদের এর নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বরাষ্ট্র উপদেষ্ঠা বরাবরে স্বারকলিপি প্রদান করে মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠন সমূহ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল এর মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্ঠা বরাবরে স্বারকলিপি প্রদান করেন জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীর, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলা যুগ্ম আহŸায়ক আজমল হোসেন লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, জাতীয় পার্টি রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক আনিছুর রহমান আনিস, বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রানা, মহানগর ছাত্র সমাজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, সভাপতি আমিনুল ইসলামি ছোট, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, জেলা ছাত্র সমাজ আহŸায়ক আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর শাখার আহবায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি, রংপুর মহানগর কমিটির সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম, জাতীয় স্বেচ্ছা সেবক পার্টি রংপুর মহানগর শাখার আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডলসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বেলা পনে ১১টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে অবস্থান নেন। স্বারকলিপি প্রদানবর্তি সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলেন, আপনাদের পূর্ব উত্তর সূরিদের কাছ থেকে রংপুরে জাতীয় পার্টির ইতিহাস জেনে নিবেন।
আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোছাঃ শেরিফা কাদের এর নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে নাম প্রত্যাহার করা না হলে রংপুর শহরকে অচল করে দেয়ার মত আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
কর্মসূচিতে রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্র সমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্র্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।