1. princerangpur@gmail.com : Rangpur24 :
বিরামপুরের সাবেক মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন - Rangpur24.com
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

বিরামপুরের সাবেক মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ Time View
বিরামপুরের সাবেক মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন
বিরামপুরের সাবেক মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

বিরামপুরের সাবেক মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের বিরামপুরে সাবেক পৌর মেয়র আক্কাস আলীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুরের সর্বস্তরের ভুক্তভোগী ও সাধারণ জনগণের ব‍্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক পৌর মেয়র আক্কাস আলীর আপন বড় ভাই ভুক্তভোগী মোজাম্মেল হক, ভুক্তভোগী আরিফুল ইসলাম আরিফ ও ভুক্তভোগী অ‍্যাডভোকেট সোহেল রানার ছোট ভাই সৌরভ হোসেন লিখিত বক্তব্যে জানান, সাবেক মেয়র আক্কাস আলী আওয়ামীলীগের মেয়র নির্বাচিত হয়ে ক্ষমতার অপব‍্যবহার করে অনিয়ম-দুর্নীতি, জমি দখল, বিভিন্ন তদবির ও নিয়োগ বাণিজ্য করেছেন।
এছাড়াও হোল্ডিং নম্বর প্রদান, হাট-বাজার ইজারা, পশু হাটে নিজস্ব লোক দিয়ে অতিরিক্ত অর্থ আদায়, আওয়ামীলীগের লোকজনকে মাস্টার রোলে পৌরসভায় চাকরি প্রদান করে কাগজে-কলমে লোকবল বেশি দেখিয়ে অর্থ আত্মসাৎ, সোলার প্রকল্পের অর্থ আত্মসাৎ, পৌরসভার মালিকানাধীন দোকানঘর ও চাম্বিনা (মাছ ও সবজি বিক্রেতাদের বসার জায়গা) থেকে জামানতের টাকা তুলে পকেটস্থ করাসহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সুপ্রিম কোর্টের অ‍্যাডভোকেট সোহেল রানার নাম ব‍্যবহার করে অবৈধভাবে বিরামপুর পশু হাট ইজারা নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং স্থানীয় অনেক ব‍্যবসায়ীদের থেকে টাকা নিয়ে তা আর ফেরত দিচ্ছেন না বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
এবি এসব অভিযোগের বিষয়ে স্থানীয় সাংবাদিকেরা সাবেক পৌর মেয়র আক্কাস আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমনকি সাবেক পৌর মেয়রের ব‍্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Md Prince By rangpur24.com