রংপুরে দূর্গাপূজার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন
স্টাফ রিপোর্টার \
আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর মহানগরীর ঁরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দিরের দূর্গাপূজার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সেনানিবাসের ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কাইয়ুম।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কাইয়ুম গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় ঁরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দিরের দূর্গাপূজার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শ্রী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির কমিটির পÿ থেকে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ঁরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিনিয়র সহ-সভাপতি শুভ্রত সার্নাল নেরু, সহ-সভাপতি শ্রী অরুপ দত্ত, শ্যামল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ রঞ্জন দেব বাবলু, নিখিল বাগচি, গৌতম সরকার, সাংগঠনিক সম্পাদক পষ্কজ বণিক, অর্থ সম্পাদক অধেন্দ্র শেখর দত্ত, সদস্য রঞ্জন সরকার, অজয় বসাক, রঞ্জু বণিক ও সঞ্জিত বণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।