ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায়, সে বিষয় নিশ্চিত করা হবে।
গতকাল শনিবার খাগড়াছড়ির নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সঙ্গে জেলা সার্কিট হাউসে সাক্ষাতকালে এ উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন।
নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।
পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয় এবং এ ঘটনা নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে যেন বিভেদ না হয়, সে বিষয়ে তিনি নিহতদের পরিবারকে অনুরোধ করেন।