পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরিফুল তাদের নিজস্ব রাইসমিলে বিদ্যুতের কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।