বিরামপুরে কেউ জানে না সড়কে কিভাবে এলো মরদেহ

বিরামপুরে কেউ জানে না সড়কে কিভাবে এলো মরদেহ

বিরামপুরে কেউ জানে না সড়কে কিভাবে এলো মরদেহ
বিরামপুরে কেউ জানে সড়কে কিভাবে এলো মরদেহ

বিরামপুরে কেউ জানে না সড়কে কিভাবে এলো মরদেহ

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৮) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে

।মঙ্গলবার (৭ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ

মহাসড়কে দিওড় বটতলীর মমতাজ ফিলিংস স্টেশনের পূর্বপাশ থেকে ওই নারীকে উদ্ধার

করা হয়।পুলিশ জানায়, অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ওই নারী রাস্তায়

পড়ে আছেন- ৯৯৯ নম্বরে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে

মৃত ঘোষণা করেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন,

ধারণা করা হচ্ছে অজ্ঞাত ট্রাক ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। মরদেহের সুরতহাল

রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা

প্রক্রিয়াধীন। বিরামপুরে কেউ জানে সড়কে কিভাবে এলো মরদেহ 

ট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে থাকলেও একনো পুরোপুরি

নেভেনি। ডিপোর ভেতরে এখনও আগুন জ্বলছে।মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল

ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার কফিল উদ্দিন এ তথ্য

নিশ্চিত করেছেন।কফিল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের

সঙ্গে কথা বলেছি। আগুন এখনও নেভেনি বলে নিশ্চিত করেছেন তারা।‘কিছু কনটেইনারের

ভেতরে এখনও আগুন জ্বলছে। পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন।

সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।’ বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।কফিল উদ্দিন

জানান, ফায়ার সার্ভিস কর্মীরা কনটেইনারের মুখ খুলে পানি দিচ্ছেন। তারপর সেগুলোকে

আলাদা করে রাখা হচ্ছে।গত শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড

উপজেলার কদমরসুল এলাকার প্রাইভেট আইসিটি বিএম কনটেইনার ডিপোতে আগুন

লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিকট শব্দে

বিস্ফোরণ ঘটে। এতে আগুন ডিপোর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©Live Rangpur By  Rangpur24.com
Desing & Developed BY NewsSKy