রংপুরে ঘন্টাব্যপি ফারিয়া”র মানব্বন্ধন সমাবেশ
কথায় কথায় চাকুরী ছাটাই,সামঞ্জ্যপুর্ন বেতম কাঠামো তৈরিসহ চাকুরীর নামে প্রহসন ও বৈষম্য দূর করে চাকুরীর সুনিদ্রিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে ফার্মাসিটিক্যাল রিপ্রেজন্টেটিভ এ্যাসোসিয়েশন ফারিয়া রংপুরের আয়োজনে এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বেলাল আহমেদ,সাধারণ সম্পাদক মহসিন আলিসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের দাবি মেনে নেওয়া হলে আগামীতে আরো বৃহত্তর কর্মসুচীর হুশিয়ারী দেন বক্তারা।এসময় রংপুরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা মানব্বন্ধন সমাবেশে অংশ নিয়ে দাবি সন্মিলিত প্লাকার্ড ফেস্টুন প্রদর্শন করে।