দিনাজপুরে বালি ভর্তি ট্রাক্টর থেকে ৩২২ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ২
গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরে অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৩ ফ্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল। রবিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী বিরামপুর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি বালুবাহী ট্রাক্টরে তল্লাশী চালায় র্যবা সদস্যরা। এসময় বালুর ভিতরে কৌশলে লুকিয়ে রাখা বস্তায় ৩২২ পিস ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধারসহ আশরাফুল ও তুহিন নামে দুই মাদক কারবারীকে আটক করে তাঁরা। সোমবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য দেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান নুর আলম।তিনি জানান গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় তা সরবরাহ করে আসছে।