রংপুরে জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ উদযাপিত
রংপুরে নানান কর্মসুচীর মধ্যদিয়ে ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়েছে।পবিত্র এ দিবসটি উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জমাআত মতাদর্শের তৃণমূল সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর মহানগর শাখা ও খানকায়ে জায়াতুল নাঈম এর আয়োজনে একটি বর্নাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়।পরে সাহিত্য মঞ্চে মহানগর কমিটির সভাপতি আবরার আশরাফি এর সভাপতিত্বে নবী করিম সাঃ এর জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত শাহ আহম্মদ ছাঈদ আহম্মদী পীর সাহেব বরকতিয়া খানকা শরীফ রংপুর। সভায় বিভিন্ন সংগঠনের ধর্মপ্রিয় রসুলের অনুসারীরা অংশগ্রহন করেন।