জাতীয় পার্টির চেয়ারম্যান ও তার সহধর্মীনি নামে দায়ের করা মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি
স্টাফ রিপোটার ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মীনি শরিফা কাদের এর নাম ষড়যন্ত্র মূলক দায়েরকৃর্ত মিথ্যা মামলায় জড়িত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়েছেন জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি।
এক বার্তায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির চেযারম্যানের উপদেষ্ঠা ও রংপুর জেলার আহবায়ক মোঃ আলা উদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক দায়েরকৃর্ত মিথ্যা মামলা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মীনি শরিফা কাদের এর নাম প্রত্যাহারের দাবী জানানো হয়।
অন্যথায় মামলা থেকে উভয়ের নাম প্রত্যাহার করা না হলে জাতীয় পার্টির ঘাটি রংপুর থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।