বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রংপুর যুব মহিলালীগের পুষ্পমাল্য অপর্ন- বহুল প্রত্যাশিত রংপুর যুব মহিলালীগ এর আহবায়ক কমিটি গঠন হয়েছে। ৬৯ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটিতে মোছাঃ সুরাইয়া আক্তার কে আহবায়ক করা হয়। শুক্রবার বিকেলে নগরীর ডিসির মোরে বঙ্গবন্ধুর মুড়্যালে এ উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নতুন এই আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। পুষ্প মাল্য অপর্ন শেষে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। নতুন এই যুব মহিলালীগ আহবায়ক কমিটির আহবায়ক মোছাঃ সুরাইয়া আক্তার বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন ছিল বাঙালির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জন। তিনি ছিলেন বাংলার অবিসংবাদিত নেতা। সারা জীবন নির্লোভ ও নির্মোহ থেকে বাংলার মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন। তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রীর হাত কে আরো শক্তিশালী করার লক্ষ্যে তিনি রংপুরে কাজ করে যাবেন। আগামী নির্বাচনে নৌকাকে জিতিয়ে আনার ব্যাপারে এখন থেকে কাজ করে যাবেন বলে জানান এই নেত্রী। ৬৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক রওশনারা বেগম। সদস্য পিংকি খাতুন, খালেদা আক্তার রুনা, আরবী খানম লাবনী,মাহবুব আরা খানম,মর্জিনা বেগম,মুক্তা বেগম,পারভীন আক্তার সেতু,আসমা বেগম,আকলিমা আখি,হাসনা মুক্তি, মুক্তা পারভীন,রেশমী আক্তার, নাসরিন আক্তার,জিন্নাত হুরিজা,রেনু বেগম, দুলালী বেগম ও দিলরুবা খাতুন—–।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রংপুর যুব মহিলালীগের পুষ্পমাল্য অপর্ন