রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় মহা সমাবেশ
- Update Time :
শুক্রবার, ১৩ মে, ২০২২
-
১০৮
Time View
রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় মহা সমাবেশ
রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় মহা সমাবেশ-রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভাগীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুর করীম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা.আক্কাস আলী সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি আমিরুজ্জামান পিয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলনের যুগ্ন মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে হবে, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল করতে হবে, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুনীতি ও সন্ত্রাসমুক্ত করতে হবে বলে দাবি জানান।

রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় মহা সমাবেশ
Please Share This Post in Your Social Media