রংপুর আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী মিলন মিয়ার উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার বেলা ২ টায় আদালত চত্বরে মানববন্ধন-সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তৃতা করেন এডঃ রফিকুল ইসলাম মুকুল,এডঃ পলাশ কান্তি নাগ, এডঃ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম সরকার বুলেট,এডঃ মোফাজ্জল হোসেন বকুল প্রমুখ। বক্তারা,অবিলম্বে এডঃ মিলন মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িত ফাহিমসহ সকলকে গ্রেফতার এবং আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দুপুরে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে এডঃ মিলন মিয়া সন্ত্রাসী হামলার শিকার হন।