আদিতমারীতে জমির বিরোধে হত্যা গ্রেপ্তার ৩ নারী-লালমনিরহাটের আদিতমারীতে জমির বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাটে মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে; রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আদিতমারী ওসি মোজাম্মেল হক জানান।নিহত কামরুজ্জামান (৫২) ওই এলাকার খাদেমুল্লাহর ছেলে।গ্রেপ্তাররা হলেন একই এলাকার ফজলুল হকের স্ত্রী নাজমা বেগম (৩২), নুর ইসলামের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে আকলিমা বেগম (২২)।