ফুলবাড়ীতে ভোক্তার জরিমানা আদায়
- Update Time :
বুধবার, ১১ মে, ২০২২
-
৪৬
Time View
ফুলবাড়ীতে ভোক্তার জরিমানা আদায়
ফুলবাড়ীতে ভোক্তার জরিমানা আদায়-মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;দিনাজপুরের ফুলবাড়ী বাজারে সোয়াবিন তেলের মূল্য বেশি নেওয়া ও বেশি লাভের আসায় সোয়াবিন তেল মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে ২টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও মজুদ তেল ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রয় করার ব্যবস্থা করেন, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর দুইটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় রেলগেটে ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে নির্ধারিত মুল্যের বেশি দরে সোয়াবিন তেল বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও মজুদ তেল সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূলে বিক্রয় করার ব্যবস্থা করেন। সেখানে ভোক্তা অধিদপ্তরের হস্তক্ষেপে ১৬০ টাকায় ১ লিটার সোয়াবিন তেল বিক্রয় শুরু হলে অসংখ্য ক্রেতা লাইন ধরে সোয়াবিন তেল ক্রয় করতে দেখা যায়। পরে সোয়াবিন তেলের পাইকাড়ী বিক্রেতা নিমাই স্টোরে অভিযান চালিয়ে বেশি দরে সোয়াবিন তেল বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জমিরানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর এর সহকারী পরিচালক, মমতাজ বেগম বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা আছেন যারা নির্ধারিত দামের চেয়ে বেশি দরে সোয়াবিন তেল বিক্রয় করছেন এবং মজুদ রেখে বাজারের সোয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করছেন। তাদের বিরুদ্ধে সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচানলনা করা হচ্ছে। এবং তা চলমান থাকবে। এসময় জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা ক্যাবের আহবায়ক মাসউদ রানা,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদিশ চন্দ্র মহন্ত,জেলা পুলিশ ফোর্স ও স্থানীয় গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে ভোক্তার জরিমানা আদায়
Please Share This Post in Your Social Media