পঞ্চগড়ে চা চাষিদের ৮ দফা দাবিতে বিক্ষোভ

পঞ্চগড়ে চা চাষিদের ৮ দফা দাবিতে বিক্ষোভ

পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও গণঅবস্থান নিয়েছেন চা চাষিরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে এই বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

পঞ্চগড় চা বাগান মালিক সমিতি ও উত্তরবঙ্গ চা চাষ রক্ষা আন্দোলন কমিটি এই আন্দোলনে ডাক দেয়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।এ সময় প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য সময় চাইলে ৭ দিনের সময় ও আল্টিমেটাম দেন বাগান মালিকরা। আগামী সপ্তাহের মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে কঠিন কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা। গত কয়েকদিন ধরেই চা চাষিরা ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন করে আসছেন চাষিরা।

চাষিরা জানান, গত কয়েক বছর ধরে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দরে চা পাতা ক্রয় করছেন।বর্তমানে ১০-১৫ টাকা দরে চা পাতা ক্রয় করছেন তারা। আবার ওজন থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হচ্ছে দাম। এভাবে ক্রমাগত লোকসান গুণছেন চাষিরা। প্রশাসন ও চা বোর্ড বার বার আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান আসেনি।তাই তারা আবারো আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ সময় তারা চা আইন সংশোধন, চায়ের সর্বনিম্ব দর প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সরকারিভাবে চা কারখানা স্থাপন, চা আমদানি বন্ধ করে রপ্তানির উদ্যোগ নেওয়া, চায়ের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ আট দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে পঞ্চগড় চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মানিক হোসেন, চা চাষী আহসান হাবিব, আনিসুজ্জামান প্রামাণিক, পারভেজ হোসেনসহ ভুক্তভোগী কয়েকশ চাষী এই কর্মসূচিতে অংশ নেন। 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY NewsSKy