বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত।দিনাজপুরের বিরামপুর উপজেলার জয়নগর এলাকায় ট্রাকের ধাক্কায় বিমল মার্ডি (৩৬) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।সোমবার (৯ মে) বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন বিষয়টি নিশ্চিত করেন।নিহত বিমল ওই উপজেলার জয়নগর গ্রামের সুধির মার্ডির ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নিহার রঞ্জন জানান, রোববার (৮ মে) দিনগত রাত ১১টার দিকে বিরামপুর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন বিমল মার্ডি। পথে জয়নগর এলাকায় ভ্যানটিকে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন বিমল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) নওয়াবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন। এ ঘটনায় চালকের নামে থানায় মামলা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত