রংপুরে সাংবাদিকতার ‘বাতিঘর’ স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

রংপুরে সাংবাদিকতার ‘বাতিঘর’ স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

রংপুরে সাংবাদিকতার ‘বাতিঘর’ স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, খবর বিজ্ঞপ্তির, স্টাফ রিপোর্টার

উত্তঅঞ্চলের সাংবাদিকতার বাতিঘর, মহান মুক্তিযুদ্ধের মুখপত্র রণাঙ্গন, সাপ্তাহিক মহাকাল ও দৈনিক দাবানলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রয়াত খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর মুলাটোলের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় কোরআন খতমের ব্যবস্থা করা হয়।

এসময় রংপুর দাবানল এর সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মোস্তফা মোর্শেদ, দাবানলের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা (জয়), সহকারী বার্তা সম্পদক রাজ রহমান, নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব মিলন, মেজবাহুল হিমেল, আফসার আতিক, পান্না, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম বাবু, লালমনিরহাট প্রতিনিধি বাবলু, মিঠাপুকুর সংবাদদাতা লাভলু, কাউনিয়া সংবাদদাতা, সরোয়ার মুকুল, নীলফামারীর কিশোরগঞ্জ প্রতিবেদক কাওসার হামিদ, জলঢাকা সংবাদদাতা শরিফুল ইসলাম, সিনিয়র কম্পিউটার ইনচার্জ বাবলু আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে লেদ শ্রমিক ইউনিয়ন, মটরশ্রমিক ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দৈনিক দাবানলের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com