যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সাধারণ মানুষের উপর নির্যাতন করা যাবে না। নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজী, মামলা দিয়ে হয়রানী করা যাবে না। যদি কোন নেতাকর্মি দলের এ নির্দেশ আমান্য করে সংগঠনের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা তাদেরকে কোন ছাড় দিব না।
সোমবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর জেলা ও মহানগর যুবদলের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ রয়েছে, কোন অন্যায় করার মধ্যদিয়ে সারাদেশে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। দেশটাকে গড়তে হবে, নতুন করে আগামী প্রজন্মের জন্য সাজাতে হবে। অনেক ষড়যন্ত্র চলছে, অতিতের মতো সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মিদের মাঠে থাকতে হবে।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির দুঃসময় যে সকল নেতাকর্মিরা মাঠে থেকে মিছিল-মিটিং করেছে, এমন কোন ত্যাগী কর্মীদের বঞ্চিত করা হবে না। সকল রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মিদের মুল্যায়ন করা হবে।
মতবিনিময় সভায় রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সহসভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়নসহ রংপুর বিভাগের সকল জেলা যুবদলের নেতৃবৃন্দ।