শিক্ষার্থীদের সাথে রংপুরের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

শিক্ষার্থীদের সাথে রংপুরের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি এবং রংপুরের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে সদ্য যোগদান করা রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন মতবিনিময় করেছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, দুই একজন খারাপ মানুষের জন্য পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না। আশা করি আল্লাহ তায়ালা আপনাদের সুরক্ষা দান করবে। ইনশাআল্লাহ কখনো আইনের সাথে এবং রাষ্ট্রের সাথে বেঈমানী করবো না।

সবাইকে সঙ্গে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হব। ধর্মীয় বিভেদ ভূলে আমরা বাংলাদেশী, এটা সবার মনে রাখতে হবে। আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে।

তিনি আরও বলেন, রংপুরে আপনারা যারা আছেন, দেশ বিনির্মানে আপনাদের প্রয়োজন। সকল বাহিনী যদি আইন মেনে কাজ করতো তাহলে কোন ছাত্র-জনতার উপর কেউ হামলা করতে পারতো না।

এসময় আন্দোলনে যে সব পুলিশ কর্মকর্তা অতিউৎসাহী হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সকল পর্যায়ের সহযোগিতা দিব। জেলায় মাদকদ্রব নিয়ন্ত্রণে পুলিশের কাজ করতে হবে।

শিক্ষার্থীরা জেলার বিভিন্ন উপজেলার আআইনশৃংখলা বিষয়ের নানা সমস্যা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com