গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘গত ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংসকারী আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। তাই দলটিকেও বিচারের মুখোমুখি করতে হবে।’
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসীবাদ দীর্ঘ করতে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছে জাতীয় পার্টি।তারা জাতীয় দালাল পার্টি। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন করছে, তার জন্য অনেকেই প্রাণ দিয়েছে। সেই প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের দালাল জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না।’
‘দেশের মানুষের কাছে জাপা ক্ষমা চাওয়ার পর দেশবাসী ক্ষমা করলেই কেবল তারা রাজনীতি করতে পারবে।কারণ আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগকারী এই দলটি গত ১৫ বছরে জনগণের দাবিদাওয়া নিয়ে কখনো কথা বলেনি। মাঝেমধ্যে সরকারের সঙ্গে অভিনয় করেছে নিজেদের ভাগটা বড় করার জন্য।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ফ্যাসিবাদের দোসরদের কোনো প্রশ্রয় দেবেন না, এই দালালদের প্রশ্রয় দেওয়া মানে আমার শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেঈমানি করা।সুত্র-কালের কন্ঠ