ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- Update Time :
রবিবার, ১১ আগস্ট, ২০২৪
-
৮
Time View
ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকালে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এই সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফ্রন্টের নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও এলাকায় সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো খোঁজখবর নেয়া হচ্ছে। জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।
একটি মহল সংখ্যালঘুদের ভয়ভীতি দেখাচ্ছে।
তারা বলেন, বিএনপি শান্তিপ্রিয় দল, এই দলের নেতাকর্মীরা কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে না। বিএনপি ও ফ্রন্টের সদস্যরা সকলে সংখ্যালঘুদের পাশে রয়েছি, যাতে কোনো নাশকতাকারী তাদের ওপর হামলা চালাতে না পারে।
ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং’র সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
Leave a Reply