গাইবান্ধায় অবৈধ মাদকদ্রব্য শুখনো গাঁজা ও গাঁজা পরিবহনের ব্যবহৃত একটি ট্রাক ও একটি মটর সাইকেল এবং শীর্ষ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর একটি আভিযানিক দল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের নীচে তল্লাশী চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালায় র্যাব সিপিসি-৩, গাইবান্ধা এর সদস্যরা। এসময় ট্রাক থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন কে গ্রেফতার করে র্যাব। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যদেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম।তিনি জানান গ্রেফতারকৃতদের নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।