গাইবান্ধায় সেচ পাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 

গাইবান্ধায় সেচ পাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 

গাইবান্ধায় সেচ পাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 
গাইবান্ধায় সেচ পাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 

গাইবান্ধার সদর উপজেলায় সেচ পাম্পের ঘরে বিদ্যুৎপৃষ্ট হন স্বামী কাসেদ আলী। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আলেমা বেগমও বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্বামী-স্ত্রী দুইজনেই মারা যান।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কাসেদ আলী (৪৫) বালাআটা গোবিন্দপুর গ্রামের মৃত্যু মজিবর রহমানের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল থেকে কাসেদ আলী তার স্ত্রী আলেমা বেগমকে নিয়ে বাড়ির পাশে ধানের জমি পরিচর্যার কাজ করছিলেন। দুপুরের দিকে প্রচণ্ড গরমের কারণে কাসেদ আলী জমির পাশে থাকা টিনের তৈরি সেচ পাম্পের ঘরে যান বিশ্রামের জন্য। কিন্তু সেচ পাম্পের ঘরের বৈদ্যুতিক তারের ছেড়া অংশ টিনের সঙ্গে লেগে ছিল। এসময় হঠাৎ করে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এ দৃশ্য দেখে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আলেমা বেগমও বিদ্যুৎপৃষ্ট হন। খবর পেয়ে স্বজন ও আশপাশের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত অবস্থায় তাদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সেচ পাম্পের ঘরে কাসেদ আলী বিশ্রামের সময় বিদ্যুৎ ছিল না। কিছু সময় পর হঠাৎ বিদ্যুৎ আসলে টিনের সঙ্গে লেগে থাকা কাসেদ আলী বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com