রংপুর ঃ রংপুরে ইসলামী আন্দেলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় নগরীর সিগারেট কোম্পানি মোড় বাহার কাছনা এলাকায় ইসলামী আন্দেলন বাংলাদেশ মোট্রোঃ হারাগাছ থানা শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দেলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দেলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জাতীয় ওলামা মাসয়েখ আইম্মা পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি মোঃ সালেহ আহমেদ , ইসলামী শ্রমিক আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ একরামুল হক, ইসলামী আন্দেলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কারী মোঃ জয়নুল আবেদীন, ইসলামী শ্রমিক আন্দোলন রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ নূর মোহাম্মদ জিহাদী, ইসলামী যুব আন্দেলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী ছাত্র আন্দেলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আবু রায়হান সহ অন্যানর্য নেতৃবৃন্দ। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দেলন বাংলাদেশ মোট্রোঃ হারাগাছ থানা শাখার সভাপতি শারিফ মোহাম্মদ রায়হান উদ্দীন ।