রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিম নামের এক শিক্ষার্থীর চোখে গুলি লেগে দুই চোখ নষ্ট হয়ে যায়। এর অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল ও স্থানীয় এমপি ও সাবেক আইজিপি,পুলিশের কমকতা,আওয়ামী লীগের নেতাকমীসহ ৪৬জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে এ মামলা দায়ের করেন জিমের বাবা রবিউল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আলাউদ্দিন।
বাদী পক্ষের আইনজীবী জানান, রংপুর নগরীর সিটি পাক মাকেটের সামনে গত ১৯জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় পুলিশ এলোপাথারি গুলি করেছে,এ সময় জিম নামের এক শিক্ষার্থীর চোখে গুলি লেগে যায়। পরে তাকে আহত অবস্থা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিক্ষার্থীর চোখ নষ্ট হ্ওযার কথা জানান চিকিৎসক।
এই ঘটনায় প্রায় দেড় মাস পর মামলা দায়ের করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪৬ জনের নামে। অজ্ঞাত আসামি দেড়শতাধিক রয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল (৬৫),সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন,(৫৮) রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান(৫৭),এসি পশুরাম জোন এমরান(৪৫)এসি কোতয়ালী থানার জোন আরিফুজ্জামান আরিফ(৪৫),রংপুর মহানগর আ্ওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল,তাজহাট থানান আ্ওয়ামীলীগের সভাপতি এমাদ মিয়া(৪৫),সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নাসিমা জামান ববি,মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হাসানসহ ৪৬ জনের নামে মামলা দায়ের।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই সাড়ে ৪টায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল সিটি কর্পোরেশনের ফুট ওভার ব্রিজের কাছে আসে।
এ সময় আসামিরা অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে মিছিলে বাধা দেয়। মিছিলটি এগিয়ে যেতে থাকলে রংপুর পুলিশ সুপার সতর্ক না করে পুলিশের এপিসিতে উঠে গুলি ও ইট পাটকেল ছোড়ার নির্দেশ দেয়। এ সময় আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতারি গুলি ও ইটপাটকেল মারতে শুরু করে। এরই এক পর্যায়ে জিমের চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।