২৮ আগষ্ট ২০২৪ইং, টিফিনের পঁয়সা বাচিয়ে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বা লের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, বৃহত্তর চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের বানভাসী মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা প্রদান করেন। দেশের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা মানবতার সেবায় এ অর্থ প্রদান করেন।
ছাত্র-ছাত্রীরা বানভাসি মানুষরে কষ্ট লাঘবে টাকা-পয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধসহ যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃর্স্ফূতভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কেউ বিপদে পড়লে আরেক জন তাকে উদ্ধার করবে এটাই ধর্মের শিক্ষা। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বানভাসি মানুষরে কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াই হচ্ছে ধর্ম।