বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আহত ও নিহতদের পরিবারকে দিয়ে মামলার মাধ্যমে নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে বিচারকদের সাথে আলোচনা করেছে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে আদালত চত্ত্বরে সমন্বয়করা জানান, মামলায় নাম দিয়ে কেউ চাঁদা দাবী করলে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা, হয়রানির শিকার ব্যক্তিদের রংপুর জজকোর্টের ৮ জনের প্যানেল আইনজীবির মাধ্যমে বিনামূল্যে আইনী সেবাগ্রহণ এবং ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে নতুন করে মামলা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্যানেল আইনজীবিদের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইনজীবি রোকনুজ্জামান রোকন।