রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকদের সহযোগিতায় আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যায় দূর্গতদের জন্য ভালবাসা পাচঁ লক্ষ পয়ষট্রি হাজার পাঁচশত টাকা পাঠানো হয়।
দুপুরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহানের উপস্থিতিতে সরাসরি ব্যাংকের মাধ্যমে এ টাকা পাঠানো হয়। এসময় উস্থিত ছিলেন, অর্থ সংগ্রহকারী ডা: মো: রিয়াজ শরীফ লিমন, ডা: মো: আশফাক আহমেদ জামিলসহ অন্যানরা। দেশের বন্যা দূর্গত মানুষের পাশে থাকতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীসহ শিক্ষক নেতৃবৃন্দরা।