ফুলবাড়ীতে জামায়াত নেতাদের মন্দির পরিদর্শন ও মতবিনিময়

ফুলবাড়ীতে জামায়াত নেতাদের মন্দির পরিদর্শন ও মতবিনিময়

ফুলবাড়ীতে জামায়াত নেতাদের মন্দির পরিদর্শন ও মতবিনিময়

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর সনাতন ধর্মালম্বীদের মাঝে শুরু হয়েছে আতংক। দেশের বিভিন্ন স্থানে ভেঙ্গে ফেলা হয়েছে সনাতন ধর্মালম্বীদের কিছু বাড়ীঘর। এই সহিংসতা রুখতে ও সনাতন ধর্মালম্বীদের আতংক ও ভয়ভীতি দুরীকরণে ফুলবাড়ীতে প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনসহ সচেতনতা মুলক মতবিনিময় সভা করছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
রবিবার (১১ আগস্ট) সকাল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট এলাকার হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তাদের আতংক ও ভয়ভীতি দুর করার জন্য মতবিনিময় করেছে ভাঙ্গামোড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। অপর দিকে শিমুলবাড়ী ইউনিয়নের জামায়াতের ইসলামীর আমির ও ছাত্রশিবিরের নেতৃত্বে উপজেলার উত্তর শিমুলবাড়ী ঠাকুরপাট এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদের সাথে মতবিনিময় সভা করতে দেখা গেছে। অন্য দিকে নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টারের নেতৃত্বে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিয়ে নাওডাঙ্গা জমিদারবাড়ী,গোরকমন্ডল রায় পাড়া, ফুলমতিসহ বেশ কিছু এলাকার মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়রে মানুষজনদের ভয়ভীতি ও আতংক দুর করার জন্য তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের কোন ধরনের গুজবে কান দিবেন না।
যেভাবে এতোদিন আপনারা স্বাধীনভাবে চলাফেরাসহ জীবন নির্বাহ করেছেন, ঠিক একই ভাবে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন এবং পরিবার-পরিজন নিয়ে স্বাধীন ভাবে বসবাস করবেন। এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার জানান, অনেক কষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন করে নতুন বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে আর কোন প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। সব সময় জামায়াত হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের সুখে-দুঃখে পাশে থাকবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও তাদের সুরক্ষিত রাখতে মতবিনিময় সভাসহ সব খোঁজ খবর অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com